দীঘিনালা : লুঙুদু হামলার প্রতিবাদ জানিয়ে দীঘিনালায় আয়োজিত মিছিলে সেনাবাহিনী আক্রমণ করে ভণ্ডুল করে দিয়েছে।
জানা গেছে, আজ রবিবার (০৪ জুন, ২০১৭) সকালে দীঘিনালা সদরে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুবফোরাম লুঙুদু হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলে শতাধিক ছাত্রযুব ও নারী অংশগ্রহণ করে।
মিছিলটি শান্তিপূর্ণভাবে বাবুপাড়া মিইনি ব্রিজ থেকে শুরু হয়ে লারমা স্কয়ার ঘুরে দিঘীনালা-বোয়ালখালী সড়কে সমাবেশ শুরু করার উদ্যোগ নিলে সেনাবাহিনী ও পুলিশের ২০/৩০ জনের একটি দল মিছিলে নেতৃত্বদানকারী পাহাড়ি ছাত্র পরিষদ দীঘিনালা থানা শাখার সভাপতি নীতিময় চাকমা(নিকেল)-কে আটক করার চেষ্টা করে।
এসময় মিছিলে অংশগ্রহণকারীরা প্রতিরোধ করতে চাইলে সেনা ও পুলিশ হুইশেল বাজিয়ে ও লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এসময় সেনা ও পুলিশবাহিনী নীতিময় চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ দীঘিনালা থানা শাখার সাধারণ সম্পাদক জীবন চাকমাকে আটক করে নির্বিচারে পথের মাঝখানে তাদের অত্যাচার করতে থাকে। সেনারা হিল উইমেন্স ফেডারেশন কর্মী নিতা চাকমাকেও আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অবশ্য পরে তাকে ছেড়ে দিয়ে যায়।
এছাড়া সেনাবাহিনীর হামলায় সুপান্ত চাকমা, কারলেন চাকমাসহ আরো অন্তত ৮/১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মিছিলের উপর আক্রমণে দিঘীনালা জোনের একজন মেজর(নাম জানা যায়নি) নেতৃত্ব দেন বলে জানা গেছে।
সেনা আক্রমণের ভিডিও:
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।