চট্টগ্রাম: গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২০) চট্টগ্রাম নগরীতে পাহাড়ে নারী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ধর্ষণকারীদের শাস্তির দাবি জানিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়ায় এরা। পাহাড়ের চার সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণাতন্ত্রিক যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন নগরীর চেরাগী মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে।


