বিশ্ব পরিবেশ দিবসে নান্যাচরে র‌্যালি ও সমাবেশ, লংগদু-নান্যাচরে সড়ক নির্মাণ প্রকল্প বাতিলের দাবি

0


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘লংগদু-নান্যাচর সড়ক নির্মাণের নামে বনাঞ্চল ও জীববৈচিত্র্য ধ্বংসের’ বিরুদ্ধে রাঙামাটির নান্যাচরে সমাবেশ ও র‌্যালি করেছে নান্যাচর বন ও পরিবেশ রক্ষা কমিটি।

প্রকৃতি ও পরিবেশ রক্ষার্থে সচেতন হোন’ এই আহ্বানে আজ বৃহষ্পতিবার (০৫ জুন ২০২৫) বেলা ২:০০টার সময় এই কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। 

র‌্যালির পরবর্তী সমাবেশে ছাত্র প্রতিনিধি কালাধন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সুপায়ন চাকমা ও নান্যাচর বন ও পরিবেশ রক্ষা কমিটির অন্যতম সদস্য ডিকশন চাকমা।


সমাবেশে সুপায়ন চাকমা বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। আমরা জানি আগে আমাদের পার্বত্য চট্টগ্রামে গাছে, বাঁশে ভরপুর ছিলো। ৯০ দশকের দিকে আমাদের নান্যাচরে বাঁশ বেচা-কেনায় প্রসিদ্ধ ছিলো। এখন আর তা নেই। সরকার বহিরাগত বাঙালিদের পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করে পাহাড়িদের জায়গা-জমি বেদখল ও কথিত উন্নয়নের নামে বন ধ্বংস করে দিয়েছে। ফলে এখন ছড়া-ঝিরিতে পানি নেই। এ অবস্থায় লংগদু-নান্যাচর সড়ক নির্মাণ করা হলে আমাদের আরো বেশি বিপর্যয়ের মুখে পড়তে হবে।

তিনি বন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে লংগদু-নান্যাচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাতিল করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ দাবি জানান।

সমাবেশের সভাপতি ডিকশন চাকমা বলেন, পৃথিবীতে মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য গাছ-পালা, পশু-পাখির যোগসূত্র রয়েছে। মানুষ তখনই সুস্থ পরিবেশে বাঁচতে পারে যদি প্রকৃতির সাথে তার নিবিড় সম্পর্ক থাকে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে দিন দিন প্রাকৃতিক বন ধ্বংস হয়ে যাচ্ছে। বিলুপ্তি ঘটছে বন্য পশু-পাখিসহ জীববৈচিত্রের। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আর এতে নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই সবাইকে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।

তিনি কথিত উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল ও জীববৈচিত্র্যের জন্য ধ্বংসাত্মক লংগদু-নান্যাচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাতিলের দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More