বাঘাইছড়িতে যাত্রীবাহী লঞ্চে পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে
কুদুকছড়িতে পিসিপি’র বিক্ষোভ
সিএইচটি নিউজ ডটকম
কুদুকছড়ি(রাঙামাটি): রাঙামাটির বাঘাইছড়িতে যাত্রীবাহী লঞ্চে সেটলার কর্তৃক নিরীহ জুম্মদের উপর হামলার প্রতিবাদে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (১৫ নভেম্বর) বেলা আড়াইটার সময় পিসিপি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বড় মহাপুরম উচ্চ বিদ্যালয় গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ শেষে সিএনজি স্টেশন এলাকায় এক প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি সদর থানা শাখার সভাপতি নিকন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি নিশান চাকমা ও পিসিপি’র সাবেক কেন্দ্রীয় নেতা বাবলু চাকমা প্রমুখ।
বক্তারা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত সাম্প্রদায়িক হামলার ধারাবাহিক অংশ হিসেবে বাঘাইছড়িতে যাত্রীবাহী লঞ্চে পাহাড়িদের উপর হামলা চালানো হয়েছে। এটি বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছে। সরকার ও প্রশাসনের ইন্ধনেই পাহাড়িদের উপর বার বার এ ধরনের বর্বর হামলা চালানো হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলাকারী সেটলারদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাঘাইছড়ি উপজেলা আমতলী ইউনিয়নের ছোট মাল্যার দিগোরমুখ এলাকায় যাত্রীবাহী লঞ্চে সেটলাররা ১৪-১৫ টি বোট নিয়ে লঞ্চ থামিয়ে পাহাড়িদের উপর হামলা চালালে তন্না চাকমা(৩২), বিনতী চাকমা (৪০),রিসিকা চাকমা(৩৬), জ্যোতিময় চাকমা (৩০) ও সিবলী কুমার চাকমা(৩০) আহত হয়।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।