পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্য ডেবিট চাকমা’র বিরুদ্ধে এক নারীকে ‘ধর্ষণের’ অভিযোগ!
পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হাতিমারা এলাকায় এক সন্তানের জননী এক নারীকে ‘ধর্ষণের’ অভিযোগ উঠেছে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্য ডেবিট চাকমা’র (৩৫) বিরুদ্ধে। ঘটনাটি গত কয়েকদিন আগের। অভিযুক্ত ডেবিট চাকমা হাতিমারা গ্রামের বাসিন্দা বরুণ বিকাশ চাকমা খুনের ঘটনায়ও জড়িত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল পানছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী হাতিমারা গ্রামে অবস্থান নিয়েছিল। ডেবিট চাকমাও ওই সশস্ত্র দলটির একজন ছিলেন। সেখানে অবস্থানকালে ডেবিট চাকমা স্থানীয় ওই নারীকে ধর্ষণ করেন। ঘটনার সময় ওই নারীর স্বামী বাড়িতে উপস্থিত থাকলেও অস্ত্রের ভয়ে কোন কিছুই বলতে বা বাধা দিতে পারেননি।
পরবর্তীতে ধর্ষণের ঘটনা জানাজানি হলে সন্তু গ্রুপের দলীয় সিদ্ধান্তে ঘটনায় জড়িত ডেবিট চাকমাকে ভারতে তাদের আস্তানায় পাঠিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। তবে বর্তমানে ডেবিট চাকমার অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
এদিকে, উক্ত ধর্ষণের ঘটনা নিয়ে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন এবং ধর্ষণের ঘটনায় জড়িত ডেবিট চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।