বান্দরবানে ইউপিডিএফ নেতা গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিক্ষোভ

0
খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
বান্দরবানে ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর বান্দরবান জেলার প্রধান সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা ও সদস্য জলমনি তঞ্চঙ্গ্যাকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছেবিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে গ্রেফতারকৃত ইউপিডিএফ নেতাদের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়
খাগড়াছড়ি সদর : আজ সকাল ১১টার সময় খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে চেঙ্গী স্কোয়ারে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়এতে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক রিকো চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রীম চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা
পানছড়ি : দুপুর ১২টায় খাগড়াছড়ির পানছড়ি কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পানছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার কলেজ গেটে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক সুমেধ চাকমার পরিচালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সভাপতি বরুণ চাকমা, সাংগঠনিক সম্পাদক সুখময় চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সভাপতি বিবর্তন চাকমা

মহালছড়ি : খাগড়াছড়ির মহালছড়িতে দুপুর ১টায় মহালছড়ি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সর্বানন্দ চাকমা ও মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ঊষাময় খীসা এবং পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা বক্তব্য রাখেন
দিঘীনালা : দিঘীনালা উপজেলার ইউপিডিএফ অফিসের সামনে থেকে দুপুর ১টায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়মিছিলটি উপজেলা সদর হাসপাতাল মোড়, বাস স্টেশন ঘুরে লারমা স্কোয়ারে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটের সংগঠক কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রেমিন চাকমা, দিঘীনালা উপজেলা শাখার সভাপতি বিধান চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সভাপতি রজেন্টু চাকমা ও দিঘীনালা কলেজ শাখার সহ সভাপতি অংকন চাকমাসমাবেশ পরিচালনা করেন গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলা শাখার সহ সভাপতি জীবন চাকমা
গুইমারা : খাগড়াছড়ির গুইমারায় বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছেগুইমারা উচ্চ বিদ্যালয় গেট থেকে মিছিলটি শুরু হয়ে গুইমারা বাজার প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি সুমন্ত ত্রিপুরা, সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা ও সাংগঠনিক সম্পাদক প্রবীর ত্রিপুরাচিত্র জ্যোতি চাকমা সমাবেশ পরিচালনা করেন
কুদুকছড়ি : রাঙামাটি জেলা সদরের কুদুকছড়িতে দুপুর ২টায় বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের প্রবেশ মুখ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুদুকছড়ি বাজার প্রদণি করে আবার বিদ্যালয় প্রবেশ মুখ এলাকায় গিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়এতে পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমা, সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা, দপ্তর সম্পাদক তাপুমনি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি সদর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক বিশাল চাকমা বক্তব্য রাখেন
বাঘাইছড়ি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাবু পাড়া থেকে সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অঙ্গদ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা শাখার সভাপতি অতল চাকমা
নান্যাচর : সেনাবাহিনী ও পুলিশের বাধার মুখে নান্যাচরে বিক্ষোভভ মিছিল অনুষ্ঠিত হয়েছেবেলা ২:৩০টায় নান্যাচর উপজেলা সদরের টিএন্ডটি এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে নান্যাচর জোন গেট এলাকা ঘুরে আবার টিএন্ডটি বাজারে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর থানা শাখার সভাপতি অনিল চাকমা বক্তব্য রাখেন
কাউখালী : রাঙামাটির কাউখালীতে বিকাল আড়াইটার সময় উপজেলার সরকারী খাদ্য গুদাম মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পোয়া পাড়া স্কুল মাঠ ঘুরে এসে কাউখালী থানার সামনে এক বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়এত বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কাউখালী ইউনিটের সংগঠক অনি বিকাশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী উপজেলা শাখার সভাপতি অর্জুন দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য রূপন মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী থানা শাখার শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ক্যসিং মারমা
এসব বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য সরকার উঠেপড়ে লেগেছেএর অংশ হিসেবে ইউপিডিএফ নেতা ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা ও জলমনি তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করা হয়েছে
বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ধর-পাকড় ও নিপীড়ন-নির্যাতন চালিয়ে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলনকে কিছুতেই দমিয়ে রাখা যাবে নাযতই নিপীড়ন-নির্যাতন চলবে ততই এই আন্দোলনের দাবানল চারদিকে ছড়িয়ে পড়বেসরকার যদি দমন-পীড়ন জারি রেখে আন্দোলনে বাধাগ্রস্ত করতে চায় তাহলে ভুল করবে
বক্তারা সকল প্রকার নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান
বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা ও জলমনি তঞ্চঙ্গ্যাকে নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান
উল্লেখ্য, গত ১০ মে বৃহস্পতিবার রাতে জেএসএস(সন্তু)-এর লেলিয়ে দেয়া একদল সন্ত্রাসী পাহাড়ি ছাত্র পরিষদের পোস্টার লাগানোর নাম করে বান্দরবান সদরের বালাঘাটায় গিয়ে ইউপিডিএফ কর্মী শুদ্ধমনি তঞ্চঙ্গ্যাকে অপহরণের চেষ্টা চালায়এ সময় এলাকাবাসী তাকে উদ্ধারে এগিয়ে আসলে এলাকাবাসীর সাথে সন্ত্রাসীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেএ ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাসহ ১৬ জনকে আসামি করে জেএসএস-এর পক্ষ থেকে গতকাল শূক্রবার বিকালে বান্দরবান সদর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়এ মামলার পরপরই কোন ওয়ারেন্ট ছাড়া গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় বান্দরবান জেলা সদরের বালাঘাটার নিজ বাড়ি থেকে ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা ও জলমনি তঞ্চঙ্গ্যাকে পুলিশ গ্রেফতার করে আজ শনিবার তাদেরকে বান্দরবান জেল হাজতে পাঠানো হয়েছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More