বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস প্রোগ্রামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে প্রতিবেদন: বাংলাদেশের ঢেকে রাখা লজ্জা

0
ছবি: বিবিসি
ছবি: বিবিসি

ডেস্ক রিপোর্ট॥ আগামীকাল বৃহস্পতিবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস প্রোগ্রামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হবে। লিপিকা পেলহাম তার সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম সফরের উপর ভিত্তি করে সেখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে এ প্রতিবেদন উপস্থাপন করবেন। বিবিসি রেডিওতে স্থানীয় সময় ৮:৩২টায় অনুষ্ঠানটি শোনা যাবে বলে বিবিসি ওয়েবাসাইটে বলা হয়েছে।

এসাইনমেন্ট বিভাগে প্রতিবেদনটির শিরোনাম দেয়া হয়েছে Bangladesh’s hidden shame বা বাংলাদেশের ঢেকে রাখা লজ্জা। এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে http://www.bbc.co.uk/programmes/p03wzrv4

লিপিকা পেলহাম পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে জানতে সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম সফর করেন। বিদেশী সংবাদ সংস্থার মধ্যে যে কয়জন সাম্প্রতিক বছরগুলোতে সেখানে গিয়ে রিপোর্ট করার সুযোগ পেয়েছেন তার মধ্যে তিনি একজন।

লিপিকা ধর্ষণ ও নির্যাতনের ফার্স্ট হ্যান্ড বা প্রত্যক্ষ কাহিনী শুনেছেন এবং সেখানকার লোকজনকে নিজ ঘরবাড়ি থেকে উচ্ছেদের সাথে সেনাবাহিনীর জড়িত থাকার অভিযোগ পেয়েছেন।

তার প্রতিবেদনে পাহাড়ি শিশুদেরকে জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করার চেষ্টা এবং বাঙালি সেটলারদের কর্তৃক ১৩ বছরের মেয়ে শিশু পর্যন্ত ধর্ষণের অভিযোগের বিস্তারিত বর্ণনাও রয়েছে।
—————

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More